বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

মাওলানা ফজলুর রহমানকে নওয়াজ শরীফের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, পিএমএল-এন এর প্রধান শাহবাজ শরীফ, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে কারাগারে সাক্ষাত করেছেন, এ সময় শাহবাজ শরীফ আগামী ২৭ অক্টোবর সরকার বিরোধী বিক্ষোভের কথা জানান।

পাকিস্তানের ডেইলি জংয়ের বরাতে জানা যায়, দলীয় সূত্র মতে শাহবাজ শরীফ পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারের সাথে বৈঠক সম্পর্কে নওয়াজ শরীফকে বিস্তারিত ব্রিফ করেন।

বৈঠকে নওয়াজ শরীফ জামিয়তে উলামায়ে ইসলামের (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমানকে বার্তা দেন।

শাহবাজ শরীফ বলেন, আমার বার্তা জেআইআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমানকে দেওয়া দিবেন। তিনি যেনো সরকার বিরোধী আন্দোলনে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেন, মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন করেছে। সরকার জনগণকে সহায়তা করতে ব্যর্থ হয়েছে।

নওয়াজ শরীফ পজিশন ফর ইন্ডিপেন্ডেন্স মার্চের অল পার্টিস কনফারেন্সের (এপিসি) আহ্বানকে সমর্থন করেন। নির্দেশ দিয়েছেন তার দলের সবাই যেনো মাওলানা ফজলুর রহমানের সরকার হটাও আন্দোলনে অংশ নেন।

নওয়াজ শরীফ শাহবাজ শরীফকে আরো বলেন, পিপিপিরও স্বাধীনতার পদযাত্রায় অংশ নেওয়া উচিত, আমার বার্তাটি বিলওয়াল ভুট্টো জারদারিকে দিয়ে দিবেন।

দলীয় সূত্র মতে আরো জানা যায়, শাহবাজ শরীফ সরকার হটাও আন্দোলনে তার দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার স্বাস্থ্য বেশি ভালো না। ডাক্তার আমাকে আন্দোলনে যেতে নিষেধ করেছেন। আমি যেতে না পারলেও আমার দলের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ