শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


তাবিজ-কবজ ও ঝাড়-ফুঁকের হুকুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবিজ-কবজ ও ঝাড়-ফুঁক ইত্যাদি তদবির শরিয়তে কোন ভিত্তি আছে? আর এগুলো কি ব্যাপক ভাবে জায়েজ না শর্তসাপেক্ষে জায়েজ?

উত্তর: তাবিজ-কবজ ও ঝাড়-ফুঁক জায়েজ। শরিয়তে এর মজবুত ভিত্তি রয়েছে। এগুলো হাদিস দ্বারা প্রমানিত। সহীহ বুখারীসহ অন্যান্য হাদিসের গ্রন্থেও এর প্রমান বিদ্যমান। তাবিজ-কবজ ও ঝাড়-ফুঁকে জায়েজ তিন শর্তে।

তবে এগুলো তিনটি শর্তে জায়েজ- ১. তদবিরটি আল্লাহর কালাম, তার জাতি বা সিফাতি নাম, হাদিসে বর্ণিত বা বুযুর্গদের পরম্পরাগতভাবে প্রাপ্ত কোন দোয়ার মাধ্যমে হওয়া।

২. আরবি বা অন্য ভাষায় সঠিক কোন বাক্যে হওয়া। ৩. এবং এগুলো নিজে থেকে ক্রিয়াশীল নয়; বরং আল্লাহর হুকুমে ক্রিয়াশীল বলে বিশ্বাস করা।

(বুখারী: ২/৮৫৫;মিশকাত শরীফ: ৩৮৮; আবু দাউদ শরীফ:২/৫৪৩; ফাতাওয়া মাহমুদিয়া:২০/২৩)

ফতোয়া প্রদানে- ইফতা বিভাগ, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি, ঢাকা।

-ওএএফ/এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ