শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পদ্মায় তীব্র স্রোত, শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ নৌরুটে ১৬টি ফেরির মধ্যে মাত্র তিনটি ফেরি চলাচল করছে।

এতে লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এ কারণে নির্দিষ্ট সময়ের থেকেও অতিরিক্ত সময় লাগছে যাত্রীদের পদ্মা পাড়ি দিতে।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে এ দৃশ্যই চোখে পড়ে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে ১৬টি ফেরির মধ্যে ৩টি ছোট ফেরি চলাচল করছে।

স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরিগুলো কুলিয়ে উঠতে না পারায় ফেরি থেকে যানবাহন পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে ছোট ফেরি দিয়ে কম লোডের যানবাহন পার করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ