বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

ইমাম-মুয়াজ্জিনদের জীবন মান উন্নয়নে সরকারিভাবে বেতনের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার অন্তর্ভূক্ত সদর পূর্ব উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার শাখা সভাপতি মাওলানা তাহসিল উদ্দিনের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের তিন লক্ষ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও খতীবরা সম্মানের পাত্র। তারা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দেশ ও জাতির সেবা করে যাচ্ছেন। অথচ সরকারী ভাবে তাদের কোন বেতন-ভাতার ব্যবস্থা না থাকায় তাদেরকে অত্যন্ত কষ্টের সাথে দিন যাপন করতে হচ্ছে। সুতরাং তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সরকারীভাবে তাদের বেতন ভাতা চালু করা প্রয়োজন। কোন অবস্থায় তাদেরকে অবহেলিত অবস্থায় রাখা যায় না।

সেক্রেটারী মাওলানা লুকমান আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা শিহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক মাওলানা ওলীউর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নোমানী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর পূর্ব ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদি, খাদিমনগর শাখা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সদর পূর্ব শাখার সহ সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম, খাদিমপাাড়া ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, সদর পূর্ব শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল আহাদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা জামিল আহমদ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ