শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বোখারা সফরে দারুল উলুম দেওবন্দের দুই শায়েখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উম্মুল মাদারিস ঐতিহাসিক দ্বিনি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের তিন শিক্ষক উজবিকিস্তান সফরে গিয়েছেন।

জারবে দেওবন্দের বরাতে জানা যায়, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ইবনে হাজার সানি মাওলানা হাবিবুর রহমান আজমি, উস্তাদুল আসাতাযা মাওলানা নেয়ামতুল্লাহ আজমি রাহমানি এ মুহূর্তে তৎকালীন সময়ের ইসলামি জ্ঞান-বিজ্ঞানের প্রাণকেন্দ্র পশ্চিম উজবেকিস্তানের বোখারায় সফর করছেন।

জানা যায়, এক সপ্তাহের সফরে দারুল উলুম দেওবন্দের এ দুই শিক্ষক বোখারায় সফরে গিয়েছেন। সেখানে মাদরাসা ও বড় বড় বিদ্যাপীঠগুলো পরিদর্শন করেছেন। আলেমদের সঙ্গে দেখা করেছেন।

গতকাল বৃহস্পতিবার তারা তাশখন্দের হজরতে ইমাম কমপ্লেকক্স এ ‘মাসহাফে উমসানি’ যাদুঘর পরিদর্শন করেন। আবু বকর কাফফাল শাশী রহ. এর কবর জিয়ারত করেন।

জারবে দেওবন্দ, ইসলামুজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ