শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ভোলায় হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহ ও মহানবি সা. কে কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহান উদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধীক আহতের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, মুসল্লিদের উপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণ ও হামলা কোনভাবেই বরদাস্ত করা যায় না। ভোলার মাটি আজ নবী প্রেমিক তাওহিদী জনতার রক্তে রঞ্জিত। ভোলায় মুসল্লিদের বুকে গুলি চালিয়ে পুলিশ লাখো কোটি তাওহিদী জনতার বুকে রক্তক্ষরণ সৃষ্টি করেছে।

পুলিশ কাকে খুশী করার হয়ে জন্যে বিক্ষুব্ধ মুসল্লিদের গুলি করেছে তা পরিস্কার করতে হবে। মুসল্লিদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হতাহতের দায় সরকার কোনভাবেই এড়াতে পারে না।

বিবৃতিতে নেতৃদ্বয় ভোলার বোরহান উদ্দিনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, গুলিবর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আহত মুসল্লিদের যথাযথ ও উন্নত চিকিৎসার দাবি জানান।

একই সাথে আল্লাহ ও মহানবী সা. কে কটুক্তিকারী সংখ্যালঘু যুবকেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

-এটি


সম্পর্কিত খবর