শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আজাদি মার্চের কারণে ইমরান খানের সৌদি সফর বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর বাতিল করেছেন।

বেসরকারি টিভি৯২ নিউজ সূত্রে ডেইলি পাকিস্তান জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং মাওলানা ফজলুর রহমানের স্বাধীনতা মিছিলের কারণে প্রধানমন্ত্রীর এ সফর বাতিল করা হয়।

উল্লেখ্য, বিশ্ব বিনিয়োগ সম্মেলন ২৯ থেকে ৩১ অক্টোবর সৌদি আরবে অনুষ্ঠিত হবে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা এ সম্মেলনে অংশ নেবেন।

এদিকে পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে আযাদি মার্চ শুরু হয়েছে আজ রোববার। শত শত জনতার উপস্থিতিতে সাদা কালো পতাকার মিছিলে দেখা যাচ্ছে মানুুষের ঢল।

ডেইল জংয়ের বরাতে জানা যায়, করাচিতে থেকে শুরু করে বিভিন্ন শহর থেকে লং মার্চ মিছিল শুরু হয়ে ইসলামাবাদে গিয়ে একত্রিত হচ্ছে।

সূত্রমতে, সমাবেশে পিএমএল-এন এবং পিপিপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।করাচি বেলুচিস্তানসহ আরো ছয় জেলা শহর থেকে হাজার হাজার আযাদি আন্দোলনকারী ছুটে আসছেন ইসলামাবাদে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ