শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


পাক জমিয়তের শীর্ষ নেতা মুফতি কেফায়াতুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে ওলামায়ে ইসলাম পাকিস্তানের(এফ) এর কেন্দ্রীয় নেতা মুফতি কেফায়াতুল্লাহকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার দিবাগত রাতে ইসলামাবাদ থেকে মানসেহরা-পুলিশ তাকে আটক করে। এদিকে জমিয়তে ওলামায়ে ইসলামের তরফ থেকেও তার আটক হওয়ার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিয়ো নিউজকে জমিয়তে উলামায়ে ইসলামের তথ্য উপসচিব আসলাম ঘুরি জানিয়েছেন, গতরাতে ইসলামাবাদের সেক্টর আলইউন থেকে তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর গোটা দেশ থেকে আজাদি মার্চ শুরু হয়ে তা রাজধানী ইসলামাবাদে যাবে ৩১ অক্টোবরে।

দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্য তৈরি থাকতে যারা আজাদি পদযাত্রায় অংশ নিতে চায় তাদের খাবার-দাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিতে আহ্বান জানিয়েছে জমিয়ত। যাতে তারা অন্তত পাঁচ দিন চলতে পারেন। দলটি তাদের নেতাকর্মীদের ৩২ দফার নির্দেশনা দিয়েছে।

জেইউআই-এফের সিন্ধুপ্রদেশের প্রাদেশিক আমির মাওলানা রশিদ সুমরো এই নির্দেশনা জারি করেন। গাড়ি ভাড়া করে লোকজনকে একমুখী পথ দিয়ে ইসলামাবাদে নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছে জমিয়তের স্থানীয় স্তরের সংগঠনগুলিকে।

ইসলামাবাদে অন্তত সপ্তাহব্যাপী অবস্থানের প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে জমিয়তের নেতাকর্মীদের।

শান্তিপূর্ণ পদযাত্রায় অস্ত্রের উপর নিষেধাজ্ঞা কোনও লাইসেন্সধারী কিংবা অবৈধ অস্ত্র, ছোরা, লাঠি ও রড বহন করতে মানা করা হয়েছে। সবাইকে শান্তিপূর্ণভাবে পদযাত্রার বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভের সময় যাতে সরকারি-বেসরকারি কোনও সম্পত্তি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে কর্মীদের।

ডেইলি জং ও জিও নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম, বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ