শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


খোকার মৃত্যুতে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দলে। দলের জনপ্রিয় ও জ্যেষ্ঠ এই নেতার মৃত্যুতে বুধবার (৬ নভেম্বর) ঢাকাসহ দেশব্যাপী শোক দিবস পালনের পাশাপাশি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার ঢাকাসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন। একইসাথে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন শরীফ খতমের আয়োজন করা হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নয়পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরহুম সাদেক হোসেন খোকার লাশ গ্রহণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপর একইদিন (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাদেক হোসেন খোকার লাশ সর্বস্তরের জন সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর বাদ জোহর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

দুপুর ৩টায় নামাজে জানাজা হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে। সেখানে নামাজে জানাজা শেষে বৃহস্পতিবার বাদ আসর গোপীবাগ নিজ বাসা হয়ে ধুপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন গোরস্তানে নেওয়া হবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কাজী আবুল বাশার প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ