মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


আজাদী মার্চ: জমিয়ত নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমান আজ বিকেলে নিজ বাসভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি বৈঠক ডেকেছেন।

বৈঠকে অংশ নেবেন, মাওলানা আবদুল গাফুর হায়দারী, মাওলানা আমজাদ খান, আকরাম খান দুরানী, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইউসুফ, মাওলানা কামারউদ্দিন ও মাওলানা ফজল আলী হক্কানী।

পাকিস্তানের ডন নিউজ জানিয়েছে, কার্যনির্বাহী কমিটির বৈঠকে ইসলামাবাদে চলমান আজাদী মার্চের পরিস্থিতি এবং প্রশাসনিক বিষয়গুলি পর্যবেক্ষণ করবে।

ইসলামাবাদে ধরনায় (অবস্থান কর্মসূচী) অংশগ্রহণকারীদের কতদিন রাখা যায়- সে সম্পর্কেওেএকটি সিদ্ধান্ত আসতে পারে।

এছাড়াও বৈঠকে  সরকারের দেওয়া প্রস্তাব ও পরামর্শ নিয়েও আলোচনাও করা হবে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রসঙ্গত, ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে দেশটির বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। ওই আন্দোলনকে আজাদী মার্চ নামে অভিহিত করা হয়েছে।

রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান অন্যান্য সব দাবি মানতে রাজি হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।  তবে চলমান আজাদী মার্চ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে সরকারের বিশেষ কমিটি ও বিরোধী দলগুলোর রাহবার কমিটি দফায় দফায় বৈঠক করছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ