শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


চট্টগ্রামে ১০৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্দর নগরীর চট্টগ্রামের পাহাড়তলীতে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে এক হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

দিনব্যাপী এ অভিযানে এক হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় সাড়ে ৪ একর জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় দেড়শ কোটি টাকা বলে জানায় রেলের ভূ-সম্পত্তি বিভাগ।

জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে টিনশেড, সেমিপাকা ও আধা সেমিপাকা স্থাপনা নির্মাণ করেন অবৈধ দখলকারীরা। সেখান থেকে ১ হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আগের দিন (মঙ্গলবার) পরিচালিত অভিযানে ওই এলাকায় প্রায় ৪ একর জমি দখলমুক্ত করেছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। এ নিয়ে দুই দিনে প্রায় ৯ একর জায়গা দখলমুক্ত হলো।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ