শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার জন্য বারবার রেল দুর্ঘটনা ঘটছে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার মন্দবাগ এলাকায় ঢাকাগামী তুর্ণা নিশীথা ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেন, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার জন্য বারবার রেল দুর্ঘটনা ঘটছে।

এখন রেল ভ্রমনও অনিরাপদ হয়ে পড়েছে। বিভিন্ন সময় রেল যাত্রীদের প্রাণহানীর ঘটনা ঘটছে। কসবায় তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা রেল ব্যবস্থাপনায় ত্রুটি ও সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার সর্বশেষ ফল।

যৌথ শোক বাণীতে খেলাফত মজলিসের নেতৃদ্বয় রেল দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

একই সাথে সরকারের পক্ষ থেকে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের বিনামূল্যে উন্নত চিকিৎসা প্রদানের দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ