শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


অগ্নিকাণ্ডে কোন ডকুমেন্ট পোড়েনি: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন জানিয়েছেন, দুঃখজনক ঘটনা যে, গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লেগেছিলো। তবে এ আগুনে কম্পিউটার, প্রিন্টারসহ বেশকিছু ক্ষয়ক্ষতি হলেও কোন ডকুমেন্ট পোড়েনি।

আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে গতকাল রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সূত্র মতে, বুধবার রাত ১০টা ৫৪ মিনিটে মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নীচতলার বাজেট শাখায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, আগুনের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায়। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, এসি, কম্পিউটার এবং প্রিন্টার পুড়ে যাওয়া ছাড়াও কিছু আসবাবপত্র পুড়ে গেছে বলে তারা নিশ্চিত হয়েছেন। বাজেট শাখার রুমটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল, তা মোটামুটি অক্ষত আছে বলে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল প্রতিনিধিরা মন্ত্রণালয়কে নিশ্চিত করেছেন। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেও তাদের ধারণা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ