শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


তরুণ আলেম মাওলানা আতীক উল্লাহর খোঁজ নেই, পরিবারের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তরুণ আলেম, লেখক ও গবেষক মাওলানা আতীক উল্লাহর খোঁজ নেই প্রায় মাস খানেক।

আজ বৃহস্পতিবার তার সন্ধান চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে মাওলানা আতীক উল্লাহর পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে মাওলানা আতীক উল্লাহর ছোট ভাই এমদাদ উল্লাহ লিখিত বক্তব্য দেন। বক্তব্যে বলেন, গত ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় থেকে বাড্ডা যাওয়ার পথে নিখোঁজ হোন মাওলানা আতীক উল্লাহ। এরপর থেকে আজ প্রায় দেড় মাস তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিকট আত্মীয় স্বজন ও পরিচিত জায়গায় খোঁজ-খবর নিয়ে না পেয়ে ৫ অক্টোবর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তার পরিবার।

নিখোঁজ মাওলানা আতীক উল্লার সন্ধানে সহযোগিতা কামনা করেন মাওলানা আতীক উল্লাহর ছোট ভাই এমদাদ উল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বড় ভাই নেয়াজ উল্লাহ রিপন, আয়েজ বিল্লাহ, আমাতুর রউফ, আমাতুর রহমান, বৃদ্ধা মা মনছুরা তাহের।

উল্লেখ্য, তরুণ আলেম, লেখক ও গবেষক মাওলানা আতীক উল্লাহ রাজধানীর আদাবরে অবস্থিত মাদরাসাতুল কুরআনিল কারিমের প্রতিষ্ঠাতা পরিচালক। বহুদিন যাবত শিক্ষকতার পাশাপাশি লেখালেখির কাজে নিয়োজিত ছিলেন। রাজধানী ঢাকার বাড্ডায় অবস্থিত মাকতাবাতুল আজহার থেকে তার প্রায় ২১ গ্রন্থ প্রকাশিত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ