মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


নারীদের মন্দিরে প্রবেশ ইস্যু, সুপ্রিম কোর্টের রায় নিয়ে উৎকণ্ঠায় বিজেপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচিত কেরালার শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার সংক্রান্ত এক মামলার রায় দিতে যাচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট। এ নিয়ে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপি শিবিরে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আলোচিত এ মামলার রায় আজ দুপুরে ঘোষণা করবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ।

বলা হচ্ছে, এ রায়ে ঋতুমতী নারীদের ওই মন্দিরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলে বিজেপি শিবিরে স্বস্তি আসবে। কিন্তু উচ্চ আদালত আগের রায় বহাল রেখে নারীদের মন্দিরে প্রবেশের সুযোগ দিলে বিপাকে পড়বে দলটি।

কেননা, কয়েকদিন আগে দেয়া বহুল আলোচিত অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায়ের আগে বিজেপি বলেছিল, উচ্চ আদালতের রায় যা-ই হোক তা সকলের মেনে নেয়া উচিত। এখন শবরীমালা মন্দির মামলার রায় বিপক্ষে গেলেও বিরোধীতা করতে পারবে না দলটি।

এক দিকে বাবরি মসজিদের পক্ষ যেমন দীর্ঘদিন ধরে আন্দোলন করছে মুসলমানরা তেমনই পাবরীমালা মন্দিরে নারীদের প্রবেশের বিরুদ্ধে আন্দোলন করে আসছে বিজেপি। ফলে আজকের রায় বিরুদ্ধে গেলে বিজেপি ফের আন্দোলনে নামলে মুসলমানরাও হয়তো আন্দোলনে নামবে।

অন্যদিকে আদালতের রায়ের বিরুদ্ধে বিজেপি অবস্থান নিলে দ্বিমুখী নীতির কারণে বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়বে। সব মিলিয়ে রায়ের আগে উৎকণ্ঠায় রয়েছে মোদির বিজেপি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ