শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বাবরি মসজিদের সাম্প্রদায়িক রায় মেনে নেয়া হবে না: খেলাফত যুব আন্দোলন নেত্রকোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনা প্রতিনিধি: ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায়ের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র বড় বাজার জামে মসজিদ চত্বরে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের (বড় মসজিদ) সামনে সমাবেশে করে।

সমাবেশে বিতর্কিত সাম্প্রদায়িক রায়ের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলন ঢাকা বিভাগীয় সমন্বয়কারী কারী আব্দুর রাকিব, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর মুফতি আনিস আনসারী, ইসলামী ঐক্যজোটের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওঃ আবু সায়েম খান, মাওলানা আবুল কাশেম।

খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল আলম, সাংগঠনিক হাফেজ আনোয়ার শাহ্, মাওলানা এমদাদুল হক, ইসলামী আন্দোলন নেত্রকোনার সভাপতি খোরশেদ আলম, যুব আন্দোলনের সহ-সভাপতি মুফতি জুবায়ের চৌধুরী।

সাধারণ সম্পাদক মাওঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল মোতালেব, মাওঃ হাবিবুল্লাহ খান ও খেলাফত যুব আন্দোলনের আমীর গাজী আব্দুর রহিম প্রমূখ। মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মুসলিম বিশ্ব ও সকল শান্তিকামী মানুষ বাবরী মসজিদের জায়গায় মন্দির নির্মাণের সাম্প্রদায়িক রায় কোনভাবেই মেনে নেবে না।

মোদি সরকারের জেনে রাখা উচিত যে, আদালতের ঘারে বন্দুক রেখে জোর করে রায় চাপিয়ে দেওয়ার পরিনাম শুভ হবে না। মুসলমানরা তাদের ধর্মীয় প্রতিকসমূহ রক্ষায় জীবণ বাজি রেখে লড়াই করে যাবে তবুও মসজিদের জায়গায় মন্দির নির্মান করতে দিবে না। বিক্ষোভ সমাবেশে খেলাফত যুব আন্দোলনের নেতাকর্মী ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লীগন অংশ গ্রহন করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ