শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


উপচে পড়া ভিড় কুষ্টিয়ার কিতাবমেলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া শহরের অদূরে মোমতাজুল উলুম মাদরাসা সংলগ্ন মাঠে মাকতাবাতুল আযহার-এর উদ্যোগে আয়োজিত ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলার শেষ দিন আজ।

গত দু’দিন ধরে চলমান মনোজ্ঞ এই কিতাবমেলায় পাঠকের উপচে পড়া ভিড় প্রকাশকদের মুখে হাসি এনে দিয়েছে।

ইসলামিক জোন কুষ্টিয়ার ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে এই মেলা। এতে বিশেষ ছাড়মূল্যে নির্ভরযোগ্য ধর্মীয় ও ইসলামি বই-পুস্তক পাওয়া যাচ্ছে ।

মেলায় গতকাল জুমার পূর্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত হয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জনাব আতাউর রহমান আতা, কতিপয় গণ্যমান্য ব্যক্তি এবং পুলিশের কর্মকর্তাসহ উৎসুক পাঠকমন্ডলী।

কুষ্টিয়ার এ পর্বের কিতাব মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ধর্মীয় প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আশরাফ, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, আকিক পাবলিকেশন্সসহ উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠান।

বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠের মাঝে এখনো ধর্মীয় বই-পুস্তক ব্যাপকভাবে পরিচিত না হয়ে উঠলেও এ ধরনের মেলা ভালো মানের ধর্মীয় বইয়ের পরিচিতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে বলে দাবি প্রকাশকদের।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ