শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের কেজি আড়াইশ’ টাকা অতিক্রম ও চালসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম সর্বকালের রেকর্ড ভেঙ্গে আড়াইশ’ টাকায় পৌঁছেছে। পেঁয়াজের সাথে সাথে চালের দামও নতুন করে বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্যের অস্থিরতার কারণে সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে।

নেতৃদ্বয় আরও বলেন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারে দায়িত্বশীল ব্যক্তিরা পেঁয়াজের দাম নিয়ে অনভিপ্রেত ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে যাচ্ছেন। আসলে দলীয় লোকজন জড়িত থাকার কারণে সরকার সিন্ডিকেট ভাঙ্গতে পারছে না।

বিবৃতিতে নেতৃদ্বয় পেঁয়াজ ও চালসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে পেঁয়াজ ও চালসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ