শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


‘বাবরি মসজিদ রক্ষায় মুসলিমদেশগুলোকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ভারতের বিজেপি সরকার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতেতে বার বার আঘাত করেই যাচ্ছে।

বাবরি মসজিদ যথাস্থানে পূননির্মাণ করতে হবে। বাবরি মসজিদ রক্ষায় বিশ্বের একশ আশি কোটি মুসলমান প্রয়োজনে ভারতের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে।

আজ বিকেলে নগর অস্থায়ী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর উত্তরের এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন। এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী মাাওলানা আরিফুল ইসলামসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সরকারের ব্যর্থতায় এবং সিন্ডিকেটের অশুভ তৎপরতার ফলে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের ঝাঁঝে নাকাল দেশবাসী। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এর দায় নিয়ে বাণিজ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে দাম বৃদ্ধির রেকর্ড ভাঙ্গলেও ভারতে দাম না পেয়ে কৃষককে কাঁদতে দেখা যায়। পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বাংলাদেশে ৫ থেকে ৮গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভারতের সাথে ইতিহাসের মধুরতম সম্পর্ক চলছে বলে সরকার দাবী করলেও পূর্ব ঘোষণা ছাড়া ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানী বন্ধ করে এ দেশের জনগণের সাথে প্রতারণা করেছে। এটা আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফল।

তিনি বলেন, অবৈধ মজুতদারীদের বিরুদ্ধে সরকার রণহুংকার দিলেও কাজের কাজ কিছু হচ্ছে না। গুটি কয়েক মজুতদারদের হাতে দেশবাসী কেন জিম্মী হয়ে থাকবে? এরা কি সরকারের চেয়েও শক্তিশালী? অসাড় গর্জন নয়, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বার্তা প্রেরক

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ