শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তামব্রু সীমান্তে রবিবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা ইয়াসিন (৩০) এবং হোসেন আলী (২০)।

তাদেরকে মাদক ব্যবসায়ী দাবি করেন বিজিবি-৪৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি জানান, নিয়মিত টহল দেয়ার সময় আধা-সামরিক বাহিনীর একটি দল ভোর সাড়ে ৫টার দিকে চেয়ারম্যান ব্রিজ এলাকায় একদল লোককে মাদক লেনদেন করতে দেখতে পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালাতে বাধ্য হয়।

ওই কর্মকর্তার দাবি, গোলাগুলির একপর্যায়ে ইয়াসিন ও হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে দলের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ