বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


রোহিঙ্গা নিপীড়ন: আন্তর্জাতিক তদন্তের বিরুদ্ধে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার বিষয়ে মিয়ানমারের উপর বিশ্বব্যাপী চাপের প্রেক্ষিতে, দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তকে আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করে একে অবৈধ বলে উল্লেখ করেছে।

গত বৃহস্পতিবার, আন্তর্জাতিক ফৌজদারি আদালত ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর রক্তক্ষয়ী হামলার পুরো তদন্ত করার ব্যাপার রায় প্রদান করেছে।

এ রায় প্রদানের পর মিয়ানমার শুক্রবার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের বিরোধিতা করেছে।

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সহিংসতামূলক আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংস্থাগুলি তীব্র চাপ প্রয়োগ করেছে।

এদিকে মিয়ানমার দাবি করেছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

মানবাধিকার সংস্থাগুলি আর্জেন্টিনায় পৃথকভাবে অভিযোগ দায়ের করার পরে মিয়ানমারে আন্তর্জাতিক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ২৫শে মিয়ানমারের সেনাবাহিনী এবং উগ্রবাদী বৌদ্ধদের পাশবিক হামলার ফলে ৭ লাখ ২৫ হাজারের অধিক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরমধ্যে প্রায় ৬০ শতাংশ শিশু রয়েছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ