মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


সুন্নাতে রাসূল সা. মোতাবেক জীবন যাপনে আছে উম্মাহর কল্যাণ ও সফলতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ আলী নিজামপুরী।।

বিশ্ব মানবতার মুক্তির দূত রাসুল সা. এর সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। রাসুলের সকল সুন্নাত আঁকড়িয়ে ধরতে হবে। কেননা সুন্নাতে রাসূল সা. মোতাবেক জীবন যাপনে রয়েছে উম্মাহর মঙ্গল ও সফলতা৷ সাথে সাথে সব ধরনের বেদআত, কুসংস্কার প্রত্যাখান ও পরিহার করতে হবে৷

সূর্যের আলোর ন্যায় স্পষ্ট কথা যে,হারামে যেমন আরাম নেই বিদআতেও হেদায়াত নেই। সুন্নাত হচ্ছে আলো আর বেদআত হচ্ছে অন্ধকার; গোমরাহী৷

সুন্নাত ও বিদআতের সংঙ্গা দিতে গিয়ে সিরাতুন্নবি ও মিলাদুন্নবি সম্পর্কে বিস্তারিত আলোচনার এক পর্যায়ে মাওলানা নিজামপুরী বলেন, সিরাতুন্নবির মধ্যে মিলাদুন্নবী আছে অথচ মিলাদুন্নবীর মধ্যে সিরাতুন্নবী নেই।

যেমন পাঁচ এর মধ্যে এক আছে কিন্তু একের মধ্যে পাঁচ নেই। 'সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী' হচ্ছে সকল বিদআতের চেয়ে বড় বিদআত।

এহয়ায়ে সুন্নত ও এমাতাতে বিদআত অর্থাৎ সুন্নতকে জীবিত করা এবং বিদআতকে ধূলিসাৎ করার জন্য কওমী মাদরাসার প্রতিষ্ঠা।

তাই কওমী মাদরাসা থেকে ফারেগ হওয়া সকল ওলামায়ে কেরামকে বিদআতীসহ সব বাতিলের মোকাবেলা করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ