বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ফিলিস্তিনে ইসরায়েলের বসতিস্থাপন, যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পশ্চিম তীরে মুসলমানদের ঘরবাড়ি উচ্ছেদ করে ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনা আইনসঙ্গত বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন বলছে ফিলিস্তিনে ইসরায়েলিদের বসতিস্থাপনের বৈধতা রয়েছে।

এদিকে দখলদার ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের এই অবিবেচ্য সমর্থনের কঠোর বিরোধিতা করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, নিউইয়র্কের এই অবস্থানের সম্পূর্ণ বিরোধিতা করে রিয়াদ।

গতকাল বুধবার (২০ নভেম্বর) ফিলিস্তিনের প্রভাবশালী গণমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানায়, ইহুদিদের অবৈধ বসতিস্থাপনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন মধ্যপ্রাচ্যে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে বিরাট বড় প্রতিবন্ধক বলে আশংকা করছে সৌদি আরব। সৌদির দাবি, এতে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানের পথ আরও কঠিনতর ও সংকীর্ণ হয়ে যাবে।

অথচ একটি দীর্ঘস্থায়ী শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা পাওয়া ফিলিস্তিনি জনগণের জাতীয় অধিকার। কিন্তু বরাবরই তারা তাদের অধিকার প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চিত রয়েছে।

ওয়াফা নিউজ এজেন্সি আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ