শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


যুব মজলিসের সম্মেলন পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ১০ বছর পূর্তি সম্মেলন পিছিয়েছে। সম্মেলনের নতুন তারিখ ৬ ডিসেম্বর। চলতি মাসের শেষে সপ্তাহে আগামী ২৯ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় সম্মেলনের নতুন তারিখের কথা জানিয়েছেন।  তিনি বলেন, ২৯ নভেম্বর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার থাকলেও তা পিছিয়ে ৬ ডিসেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্মেলন পেছানোর কারণ উল্লেখ করে লাইভ বার্তায় মাওলানা মামুনুল হক বলেন, আমরা এক বছর আগেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ নভেম্বর ‘১০ বছর পূর্তি সম্মেলন’র আবেদন করে তারিখ নির্ধারণ করেছিলাম। এরপর আবারো সরকার তারিখ পাল্টিয়ে ২৯ নভেম্বর এ সম্মেলন করতে বলে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমাতাসীন দল আওয়ামী লীগ ও শ্রমিক লীগের লাগাতার কর্মসূচির কারণে আমরা ২৯ নভেম্বরের তারিখ পিছিয়ে আনতে বাধ্য হয়েছি।

মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান ও অভিভাবক শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে বাংলাদেশ খেলাফত মজলিস, শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নুরপুরী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মহাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক।

-এটি/আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ