মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ময়মনসিংহের মাখযানুল উলূমে লেখক ফোরামের কর্মশালা ২৮ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের উদ্যোগে আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখযানুল উলূমে তরুণদের জন্য লেখালেখির বুনিয়াদি কর্মশালা অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে কর্মশালা চলবে এশা পর্যন্ত।

এ উপলক্ষে সদ্য প্রকাশিত মাওলানা মনজুরুল হক রহ. স্মারকগ্রন্থের পাঠ-আলোচনাও অনুষ্ঠিত হবে।

সভাপতিত্ব করবেন ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের সভাপতি এবং জামিয়া আরাবিয়া মাখযানুল উলূমের মুহতামিম মাওলানা আব্দুর রাহমান হাফিজ্জী।

প্রধান আলোচক হিসেবে থাকবেন ইসলাম টাইমসের সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ।

কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বার্তা২৪ ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব এবং বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম।

প্রসঙ্গত, ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম তরুণদের লেখালেখিতে যোগ্য করে তুলতে ধারাবাহিক বুনিয়াদি কর্মশালার আয়োজন করছে। ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ