শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


সমালোচনার মুখে ভারতে পুলিশদের দাড়ি কাটার নির্দেশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজস্থানে আলওয়ার জেলায় পুলিশ বাহিনীর যে নয় জন মুসলিম সদস্যকে দাড়ি কেটে ফেলার নির্দেশ দেয়া হয়েছে, ব্যাপক আলোচনা সমালোচনার জেরে সেই নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে পুলিশ প্রশাসন। খবর হিন্দুস্থান টাইমস।

গত বৃহস্পতিবার পুলিশ কর্তৃপক্ষের আদেশে বলা হয়, নয়জন পুলিশ সদস্যকে তাদের দাড়ি কাটতে নির্দেশ দেয়া হয়েছে, যাতে তাদের “নিরপেক্ষ” মনে হয়। এমন সংবাদ ছড়িয়ে পরার পর বিভিন্ন স্থানে এর প্রতিক্রিয়া শুরু হলে আদেশ প্রদানের একদিন পর শুক্রবার আলওয়ারের পুলিশ সুপার অনিল প্যারিস দেশমুখ এ আদেশ প্রত্যাহার করে নেন।

পুলিশ সুপার বলেন, রাজ্য সরকারের একটি বিধান রয়েছে যেখানে পুলিশ প্রধান দাড়ি রাখার অনুমতি দিতে পারেন। এই বিধানের আওতায় ৩২ পুলিশ সদস্যকে অনুমতি দেওয়া হয়েছিল। আবার পরে নয় জন পুলিশ সদস্যের অনুমতি বাতিল করা হয়েছে। কারণ পুলিশ সদস্যদের কেবল নিরপেক্ষভাবে কাজ করা উচিত নয়, তাদের দেখলেও যেন নিরপেক্ষ মনে হয়।

পুলিশ সুপার আরও বলেন, এটি প্রশাসনিক আদেশ ছিল যা পুলিশ সদস্যদের মানসিকভাবে দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। যার ফলে তা প্রত্যাহার করা হয়েছে।

আরাএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ