বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। পেঁয়াজের দাম এখনো আকাশ ছোঁয়া। সংশ্লিষ্ট মন্ত্রীদের বাগাড়ম্বার অসাড় প্রমানিত হয়েছে।

গতকাল মঙ্গলবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নতুন করে চাল, ভোজ্য তেলসহ অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণির মুনাফাখোর জনগণের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। দলীয় লোকজন জড়িত থাকায় সরকার এ সিন্ডিকেটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী।

সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, অধ্যাপক মুহা. আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক, মুফতি সাইয়্যেদুর রহমান, হাজী নূর হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ