শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আবারও ফেসবুকে কারিগরি ত্রুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারিগরি ত্রুটি দেখা দেয়ায় বিশ্বজুড়ে বেশ কিছু দেশে ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ইউজাররা। বাংলাদেশেও এ সমস্যা হচ্ছে।

বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে ফেসবুক ব্যবহারে এ সমস্যা দেখা যায়। ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে ফেসবুকে করিগরি ত্রুটি ধরা পড়েছে বলে জানা যায়।

ব্যবহারকারীরা জানিয়েছেন, রাত ৮টার পর থেকে ফেসবুকে নিউজফিড পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। মেসেঞ্জার কাজ করলেও বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছে।

অনেক ইউজার ও পাসওয়ার্ড দিয়েও ফেসবুকে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে। এ নিয়ে তারা ভোগান্তিতে পড়েছেন।

যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ফেসবুক ব্যবহারকারীরা অভিযোগ করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের এই নেটওয়ার্কটা ভেঙে পড়েছে। একই সঙ্গে ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের আরেকটি সংবাদমাধ্যম মিররের খবরে বলা হয়, ফেসবুকে ৬৫ শতাংশ ব্যবহারকারীরা লগইন করতে সমস্যায় পড়েছেন। আর ২২ শতাংশ ব্যবহারকারী ছবি দেখতে পারছেন না। ১১ শতাংশ মানুষ ফেসবুকে লগইন করতে পারছেন না।

ওয়েবসাইট ডাউন ডিটেক্টর সূত্রে জানা যায়, রাত ৮টার পর থেকে থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় এ সমস্যা। তবে ফেসবুক এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ