শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


গোসল ফরজ অবস্থায় কবর জিয়ারতের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কবর যিয়ারত বিষয়ে একজন প্রশ্ন করেন। আমার কয়েকজন আত্মীয় মামার বাড়িতে এসে তাদের মামার কবর যিয়ারত করার ইচ্ছা করে এবং তারা আমাকে সাথে নিয়ে যায়।

তখন আমার উপর গোসল ফরজ ছিল। আমি লজ্জার কারণে তাদের সামনে অপারগতা প্রকাশ করতে পারিনি; বরং তাদের সাথে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছি। আমার জানার বিষয় হলো, গোসল ফরজ হওয়া অবস্থায় কবর যিয়ারত করা জায়েয আছে কি?

উত্তর: কবর জিয়ারত পবিত্র অবস্থায় করা উচিত। তবে কোনো কারণে গোসল ফরজ অবস্থায় কবর জিয়ারত করে ফেললে গুনাহ হবে না। তবে এ অবস্থায় কুরআনের কোনো সূরা বা আয়াত পড়া থেকে বিরত থাকতে হবে। তবে মৃতের জন্য দোয়া-দরূদ পড়তে পারবে।

সূত্র: ফাতাওয়া সিরাজিয়া পৃ. ৮; আদ্দুররুল মুখতার ১/২৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৮১। আল কাউসার।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ