মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ফিলিস্তিনে অবৈধভাবে বসতিস্থাপন দ্বিগুণ করছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলের বসতি স্থাপন দ্বিগুণ করা হবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নাফতালি বেনেত।

গতকাল রোববার তিনি বলেন, শহরটির পাইকারি বাজার উচ্ছেদ করে নতুন একটি বসতি গড়ে তোলা হবে।

দেশটির পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয়, বর্তমানে হেবরন শহরে ২০ হাজার ফিলিস্তিনির বসবাস। অবৈধভাবে সেখানে প্রায় এক হাজার ইহুদি বসতি গড়ে তুলেছে। নতুন এ ঘোষণার মাধ্যমে আরো এক হাজার ইহুদির জন্য শহরটিতে বসতি স্থাপন করা হবে।

এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের শহরটিতে ইহুদি বসতি স্থাপন অবৈধ নয় বলে ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরই এমন সিদ্ধান্ত নিলো ইসরায়েল।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর জোরপূর্বক দখলে করে নেয় ইসরায়েল। তখন হেবরনসহ পার্শ্ববর্তী অন্যান্য শহরগুলোতে অবৈধ বসতি স্থাপন করে তারা। তারপরও ১৯৯০ পর্যন্ত ফিলিস্তিনের অন্যতম বড় ব্যবসাকেন্দ্র ছিল হেবরনের শুহাদা স্ট্রিট।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ