শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ডুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডুয়েট প্রতিনিধি: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হয়।

ডুয়েট উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিনসহ ভর্তি কমিটির সদস্যরা ভর্তি কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন কালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন জানান, পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে।

উল্লেখ্য, এ বছর ৯টি বিভাগে ৬৮৬ আসনের বিপরীতে মোট ৯ হাজার ৬৫১টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৯ হাজার ৬৩৫ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। ভর্তি পরীক্ষার রেজাল্ট ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.duetbd.org থেকে জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ