শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্তি রিনে পদত্যাগ করেছেন। সেই সঙ্গে তিনি নতুন সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বর্তমান প্রশাসনকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকার নির্দেশ দেন।

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার তার বাসভবনে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন।

তিনি রিন্নেকে বলেন, ‘আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি এবং নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানাচ্ছি’।

ক্ষমতায় থাকা পাঁচ দলীয় জোট সরকারের একটি দল দ্য ফিনিশ সেন্টার পার্টি রিনের ওপর তাদের আস্থা হারিয়েছেন। এ কারণেই পদত্যাগ করেছেন রিনে।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে ফিনল্যান্ডের সরকারি ডাক বিভাগের ধর্মঘটের কারণে প্রচণ্ড চাপে ছিলেন পদত্যাগ করা প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ