শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বিমান বাংলাদেশের ২ কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কার্গো হ্যান্ডেলিংয়ের ১১৮ কোটি টাকা আদায় না করে ক্ষতিসাধনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের সাবেক পরিচালক আলী আহসান বাবু ও সাবেক ডিজিএম ইফতিখার হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে সংস্থাটির উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বে একটি টিম তাদেরকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে।

এর আগে, এই দুজনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে বিমানের কার্গো শাখায় ১১৮ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে মামলাটি করেন দুদক উপপরিচালক নাসিরুদ্দিন।

এজাহরে বলা হয়, পরস্পর যোগসাজসে ও ক্ষমতার অপব্যবহার করে বিমানের কার্গো গ্রাউন্ড হেন্ডেলিং শাখা সরকার এই টাকার ক্ষতি সাধন করে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ