শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


সিরিয়ায় সরকারি বাহিনী-বিদ্রোহীদের সংঘাত, দুই দিনে নিহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে গেলো দুই দিনে ৯৬ যোদ্ধাসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে, ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক দল।

সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহী নিয়ন্ত্রীত এলাকায় শনিবার থেকে শুরু হয় অভিযান। এতে সরকার বাহিনীর ৫১ জন এবং ৪৫ জন বিদ্রোহীর প্রাণ গেছে।

ইদলিবের উত্তরপূর্বাঞ্চল থেকে, বিদ্রোহীদের হঠাতে এখনও চলছে বিশেষ অভিযান। গত আগস্টে রুশ নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের সাথে অস্ত্রবিরতিতে সম্মত হলেও চলে অভিযান। এতে প্রাণ যায় এক হাজারের বেশি বেসামরিক নাগরিকের।

পরিসংখ্যান অনুযায়ী, গত ৮ বছরে দেশটিতে সংঘাতে প্রাণ গেছে ৩ লাখ ৭০ হাজার মানুষের।

আরএম/


সম্পর্কিত খবর