শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দারুল উলুম ওয়াকফ দেওবন্দের সাবেক প্রধান মুফতির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দারুল উলুম ওয়াকফ দেওবন্দের সাবেক প্রধান মুফতি মাওলানা ফুজাইলুর রহমান হেলাল উসমানী আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন। ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

দারুল উলুমের মিডিয়া সেল আজ (৫ ডিসেম্বর) এ খবর দিয়েছে। খবর অনুযায়ী, দারুল উলুমের মাকবারায় তাকে দাফন করা হবে।

মরহুম মাওলানা ফুজাইলুর রহমান হেলাল উসমানী ভারতের প্রসিদ্ধ একজন আলেম ও গবেষক লেখক ছিলেন। একাধারে ৫০ টিরও বেশি পত্রিকায় তিনি লেখালেখি করেছেন। তার কলমে হাজারো ফতোয়া লিখিত হয়েছে।

এছাড়াও মরহুম মাওলানা পাঞ্জাবের মালির কোটলায় প্রধান মুফতি হিসেবে দীর্ঘদিন ধরে খেদমত করছিলেন। পাশাপাশি মুসলিম পার্সনাল  ল’ বোর্ডের নির্বাহী সদস্যও ছিলেন তিনি।

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য বিশ্বব্যাপী দোয়ার আয়োজন করতে আহ্বান জানানো হয়েছে।

আরেএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ