শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


সিরিয়ার আলেপ্পোয় গোলাবর্ষণে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়া বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র সন্ত্রাসীদের গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই শিশু। হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।

রুশ রিকনসিলিয়েশন সেন্টারের প্রধান মেজর জেনারেল ইউরি বোরেনকভ গতকাল (বুধবার) জানান, তাল-রিফাত শহরের একটি স্পোর্টস ক্লাবে সন্ত্রাসীরা গোলাবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে। রুশ কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা ১২০ মিলিমিটারের মর্টারের গোলা ব্যবহার করে।

জেনারেল বোরেনকভ বলেন, গোলাবর্ষণে যে ১০ জন নিহত হয়েছে তার মধ্যে একজন নারী, একজন পুরুষ এবং আটটি শিশু রয়েছে। এছাড়া, যে ১৩ জন নিহত হয়েছে তাদের মধ্যে সাতটি শিশু রয়েছে এবং এদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়ার সামরিক কর্মকর্তা আরো জানান, গত মঙ্গলবার হায়াতে তাহরির আশ-শাম সন্ত্রাসী গোষ্ঠী আল-ওয়াদিহি শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এতে ভবনটি ধ্বংস হয়ে যায় এবং ছয় বছরের একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা এবং দুই ভাই আহত হন।

-এটি


সম্পর্কিত খবর