বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি

অবসান হতে যাচ্ছে সৌদি-কাতার দ্বন্দ্ব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রাহমান আল থানি বলেন, সৌদি-কাতার দ্বন্দ্ব ইতিবাচক মোড় নিতে যাচ্ছে৷

দুই দেশের পারস্পারিক সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতা কামনা করে সম্প্রতি রোমে বহির্রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন সম্পর্কিত এক অনুষ্ঠানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সাথে ধারাবাহিক আলোচনায় দুই বছর যাবৎ চলে আসা আরব উপসাগরীয় সংকট উত্তরণের একটি ইতিবাচক ইঙ্গিত পেয়েছি আমরা’৷

২০১৭ সালের জুনে উগ্রবাদে সহায়তার অভিযোগ তুলে সৌদি আরব, আরব আমিরাত এবং মিশর কাতারের প্রতি সমুদ্র এবং আকাশ ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে৷ অবশ্য কাতার তৎক্ষণাৎ উগ্রবাদ সংশ্লিষ্টতা অস্বীকার করে৷

‘উপসাগরীয় এই অচল অবস্থা থেকে পরিত্রানের পথে আগাচ্ছি আমরা৷ এবং এ ব্যাপারে আমাদের এবং বিশেষত সৌদি আবরের সাথে বেশ আলাপ এগিয়েছে’৷ সম্প্রতি অনুষ্ঠিত এমইডি কনফারেন্সে কাতারের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন৷

তিনি আরও বলেন, এব্যাপারে আমাদের এবং সৌদি আরবের মধ্যে বিভিন্ন বৈঠকে বহু আলোচনা হয়েছে৷ এ বিষয়ক আলোচনার জন্য গেল অক্টোবর তিনি সৌদি ভ্রমণ করে এসেছেন৷ তখন শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে তার উল্লিখিত বিষয়ে আলোচনা হয়৷

এদিকে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ কাতারের আমিরকে জিসিসি সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে এক চিঠি পাঠিয়েছেন৷ গত বছর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জিসিসি সম্মেলনে কাতারের প্রতিনিধিত্ব করেছিলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী৷

গেল নভেম্বরে কাতারে অনুষ্ঠিত আরব উপসাগরীয় টুর্নামেন্টে সৌদি আরব, আবর আমিরাত এবং বাহরহাইন অংশ গ্রহণ করার সাথে সাথে কাতার সংকটের ব্যাপারে তাদের শক্ত অবস্থান থেকে তারা সরে আসে৷ সব মিলিয়ে বলা যায় উপসাগরীয় সংকট হয়তো নিরসন হতে যাচ্ছে অচিরেই।

আল-জাজিরা অবলম্বনে ওমর আলফারুক

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ