বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


ইরাকে শিয়া ইমামের বাড়িতে ভয়াবহ রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের বাগদাদে ভয়াবহ সহিংসতার পর একজন বড় আলেমের ঘর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, গতকাল শনিবার ইরাকের প্রভাবশালী শিয়া আলেম ও ইমাম মোকতাদা আল সদরের বাড়িতে ড্রোন থেকে রকেট হামলা চালানো হয়েছে। তার দল সারুনের এক আইনপ্রণেতা জানিয়েছেন, হামলার সময় সদর বাড়িতে ছিলেন না, বিদেশে ছিলেন।

পুলিশ ও চিকিৎসকদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাগদাদের প্রতিবাদকারীদের বিক্ষোভে সশস্ত্র হামলার পরে এ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় আলেমের বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র জানায়, তাহরির স্কয়ারের কাছে সিনাক ব্রিজে সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো ও ছুরিকাঘাতের ঘটনায় প্রায় ১৩০ জন আহত হয়েছে। নিহত ২৫ জনের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছে।

উল্লেখ্য, দুই মাসেরও বেশি সময় ধরে আন্দোলনকারীরা তাহরির স্কয়ার ও সংলগ্ন তিনটি সেতু দখল করে রেখেছে। ওই সেতু তিনটি দিয়ে ইরাকের রাজনৈতিক কেন্দ্র গ্রিন জোনে যাওয়া যায়।

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যে শুক্রবার ও শনিবারের হামলাটি চালানো হলো।

এই হামলার জন্য কারা দায়ী তা পরিষ্কার হয়নি। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলাকারীদের ‘অজ্ঞাত ব্যক্তি’ বলা হয়েছে।

প্রধানমন্ত্রী মাহদি পদত্যাগের ঘোষণা দিলেও আন্দোলনকারীরা রাজপথ ছাড়েনি। তারা দেশটির রাজনৈতিক পদ্ধতির সম্পূর্ণ পরিবর্তন চায়। এ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

আল-আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ