বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব আন্দোলনের বিক্ষোভ ১৩ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে পাগলা ঘোড়ার মত লাগামহীন ভাবে ছুটে চলছে, তাতে দেশে কোন সরকার আছে বলে মনে হয় না।

রোববার ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যলয় জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে শুধু দলীয় নেতা-কর্মীদের পকেট ভারী করার জন্য মেগা প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাট করছে।

তিনি আরও বলেন, সকল পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে । এই দিকে সরকারের কোন নজর নেই। শীতকালীন সবজীর দাম সবসময় কম থাকে, কিন্তু এখন তার সম্পূর্ণ বিপরীত। যেই সবজীর দাম কৃষক পাচ্ছে মাত্র ৫/৬ টাকা সেই সবজীর দাম বাজারে ৪০-৫০ টাকা। কৃষক মূল্য পাবে না, আর মজুতদার মুনাফাখোররা রাতারাতি কোটিপতি হয়ে যাবে এটা কোনভাবেই যুব সমাজ মেনে নিবে না।

বৈঠকে তিনি দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর (শুক্রবার) দেশব্যাপি বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দীন, দফতর সম্পাদক মাহবুবুল আলম, প্রকাশনা সম্পাদক এস.এম. আজিজুল হক, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক আ.হ.ম. আলাউদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতী মানসুর আহমেদ সাকী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ