শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ভিপির বিরুদ্ধে রাব্বানীর সংবাদ সম্মেলন, নুর বললেন ‘হাস্যকর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের নৈতিক স্খলন হয়েছে বলে মন্তব্য করে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। গতকাল শনিবার এক বার্তায় তিনি এসব তথ্য জানান।

রাব্বানী বলেন, শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রবিবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের আর্থিক এবং নৈতিক স্খলনজনিত বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে ডাকসু ভিপি নুরুল হক নুর তার ফেসবুক পেজে লেখেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকাসক্ত ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত রাব্বানী সাহেবও সংবাদ সম্মেলন ডেকেছেন! ভিপির বিরুদ্ধে সরব হয়ে পদটি যদি ফিরে পান।

এর আগে তিনি বলেন, দুর্নীতি ও অন্যান্য কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় রাব্বানীকে তার দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সে হিসেবে তার তো মুখ দেখানো উচিত নয়। মাঝেমধ্যে রাতের আড়ালে ডাকসুতে আসে আবার চলে যায়। সে আবার এসেছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ