শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সবচেয়ে মূল্যবান হলো শহীদি মৃত্যু: চারিয়া জোড়ে মাওলানা জুবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া নোমান ফয়জী : কাকরাইল মসজিদের খতিব এবং আলমী শুরার শীর্ষ মুরববী মাওলানা হাফেজ জুবায়ের আহমদ বলেছেন ‘মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো শহীদি মৃত্যু, আর মৃত্যুর পর জান্নাত লাভ করা। যেই মানুষের অন্তরে শহীদি মৃত্যুর আখাঙ্কা নেই, সে মুনাফিক।

গতকাল শুক্রবার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব চট্টগ্রাম চারিয়া ইজতেমার ময়দানে জোড়ের ২য় দিনের মোজাকারা করার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  আল্লাহর রাস্তায় শহীদি মৃত্যুতে বিনা হিসাবে জান্নাত লাভের গ্যারান্টি থাকা সত্যেও আমরা নিজ ঘরে স্ত্রীর হাতে পানি পান করে মৃত্যু এবং ছেলে কাধে ভর করে কবরে যেতে চাই। অথচ এর কোন ফজিলত নেই।

Image may contain: one or more people and crowd

তিনি সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করার আহবান জানিয়ে বলেছেন, আমাদের লক্ষ হওয়া উচিৎ সাহাবায়েকেরামের ঈমান ও একিন হাসেল করা।

এসময় তিনি হক্কানি ওলামায়ে কেরামকে মেনে সৎ পথে জীবন যাপন করে নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার আহবান জানান।

মাজমায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমেদ শফি, আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ