শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


বরিশালে ৩ জনকে হত্যা: পুত্রবধূ তিন দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় গ্রেফতার পুত্রবধূ মিশরাত জাহান মিশুকে (৩২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেল পৌনে ৪টায় মিশরাত জাহান মিশুকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বানারীপাড়া) আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিশির কুমার পাল ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতের বিচারক মনিরুজ্জামান শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতারকৃত পুত্রবধূ নিহত মরিয়মের (৭০) বড় ছেলে কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের স্ত্রী।

বানারীপাড়া থানার জিআরও শাম্মী আক্তার সাথি জানান, ওই হত্যার ঘটনায় প্রধান আসামি জাকিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শোনার পর রোববার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় মিশরাত জাহান মিশুকে গ্রেফতার করা হয়। এর আগে দুই আসামি জা‌কির হোসেন (৪০) ও জুয়েল হাওলাদারকে (৩২) গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের সাবেক আলম মেম্বার বাড়ির কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাসার তিন জনকে হত্যা করা হয়। গত শুক্রবার (৬ ডিসেম্বর) গভীর রাতে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী আব্দুর রবের মা মরিয়ম বেগম, খালাত ভাই মুহা. ইউসুফ এবং ভগ্নীপতি শফিকুল আলম।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ