শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ডাকসু ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানি মামলা, তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি মুজাহিদ কামাল উদ্দিন আদালতে এ মামলাটি করেন।

ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি শাহবাগ থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভিপি নুর তার পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে ফাঁসকৃত একটি ফোনালাপে নুরের সঙ্গে এক ব্যক্তির ১৩ কোটি টাকা লেনদেন ও বিদেশ থেকে অপর এক ব্যক্তির আর্থিক সহায়তা গ্রহণের বিষয়ে আলাপ হয়। এই দুটি ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। নুরের এমন কর্মকাণ্ড ঢাবির ইতিহাস ও সুনামকে নষ্ট করেছে। তিনি ভিপির পদটিকে কলঙ্কিত করেছেন ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ