বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মহেশপুর সীমান্তে ভারত থেকে আসা ১৩ অনুপ্রবেশকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আরও ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকালে ঘুঘরী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে গত নভেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হলো ৩০৫ জন। তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে।

খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপপরিচালক লে. কর্নেল কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, সকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ঘুঘরী সীমান্ত এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয় পুরুষ, দুই নারী ও পাঁচজন শিশুকে আটক করা হয়। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক।

তিনি আরও জানান, আটকদের দাবি, তারা নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা। কাজের সন্ধানে ও স্বজনের বাড়িতে বেড়াতে বিভিন্ন সময়ে তারা ভারতের চব্বিশ পরগনায় গিয়েছিল। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) এসএম আমানউল্লাহ জানান, আটক ১৩ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। পাসপোর্ট অধ্যাদেশের মামলায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ