শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ময়মনসিংহে বিআরটিসি বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

বিআরটিসি বাস সার্ভিস বন্ধের দাবিতে আজ থেকে সকল ধরণের বাস চলাচল বন্ধ করে দিয়েছে ময়মনসিংহের বাস চালক-শ্রমিকরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাস্তায় অবস্থান নিচ্ছে তারা, কোন বাস চলতে দিচ্ছেনা। রাস্তায় সাধারণ যান চলাচলেও বাধা দিচ্ছে তারা,থেমে থেমে ভাঙ্গচুরের মতো ঘটনাও ঘটছে। ময়মনসিংহের সকল বাস টিকিট কাউন্টার সকাল থেকেই বন্ধ করে রেখেছে তারা।

সঞ্জীত নামে একজন বাস শ্রমিকের সঙ্গে কথা বললে তিনি জানান, আমরা রাস্তায় বাস চালাতে পারছিনা। আমাদের টায়ারগুলো চুরি করে নিয়ে যায় বি.আর.টি.সি'র লোকেরা।

আরেজন বাস শ্রমিক সাইফুল ইসলাম জানান, আমাদের থেকে বি.আর.টি.সি অর্ধেক ভাড়া নেয় যার জন্য আমরা রাস্তায় কোন যাত্রী পাইনা। সরকার আমাদের প্রতি অন্যায় করছে, আমরা সরকারে কাছে এর জবাব চাই কেনো আমাদের সাথে এমন করা হচ্ছে।

মাসকান্দা বাসস্ট্যান্ডে এসে এক শ্রমিক বলেন, ‘সম্প্রতি চালু হওয়া আন্তঃজেলা বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাসস্ট্যান্ডে এসে দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করে যাত্রীদের ফিরে যেতে হচ্ছে।

সাধারণ যাত্রীরা বলছে,  বিআরটিসি সার্ভিস চালু হওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছে, আমরা স্বল্প খরচে ভ্রমণ করতে পারছি। এতে

এ বিষয়ে পুলিশদের সঙ্গে কথা হলে তারা বলেন, তদন্ত চলছে, আমরা এই মুহুর্তে কিছু বলতে পারবো না।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ