শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


যুক্তরাজ্যের এমপি নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্য মুসলিম নিউজ কর্তৃক পরিচালিত এক জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের আগামী এমপি নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থী লড়ছেন।

মুসলিম নিউজ জানায়, নির্বাচনকেন্দ্রগুলির একচ্ছত্র বিশ্লেষণ অনুসারে, এ সপ্তাহের সংসদ নির্বাচনে প্রায় ২৪ জন মুসলিম পার্থী নির্বাচন লড়বেন। ইতিপূর্বে এত মুসলিম পার্থী যুক্তরাজ্যে নির্বাচন লড়েননি।

জানা যায়, ২০১২ সালের সাধারণ নির্বাচনে নিবন্ধিত সম্ভাব্য সংসদীয় মুসলিম প্রার্থীদের থেকে এবারের মুসলিম পার্থী বেড়েছে প্রায় চারগুণ।

এবারের নির্বাচনে মুসলিম প্রার্থীদের অধিকাংশ অবস্থান খুবই ভালো। নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা প্রায় ১৬ জন মুসলিম প্রার্থীর।

২০১৩ সালে, তিনজন মুসলিম কনজারভেটিভ নির্বাচিত হয়েছিলেন, তারা সবাই ২০১৫ সালে তাদের আসন পেয়েছিল। তবে এক গবেষণার ভিত্তিতে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে চলতি বছর। সামনে আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে।

প্রথমবারের মতো, লিবারেল ডেমোক্র্যাটরা তাদের প্রথম মুসলিম সংসদ সদস্যরা জয়ী হবেন বলে মোটামুটি নিশ্চিত মনে করছেন। মুসলিম প্রার্থীদের মধ্যে মোট ১৭টি আসনে মুসলিম প্রার্থীদের জয়ের বিষয়ে নিশ্চিত মনে করছেন বিশ্লেষকরা।

মুসলিম নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ