বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


আফগানিস্তানে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে বাগরাম বিমানবন্দরে গেইটে এক বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বাগরাম ঘাঁটি হচ্ছে আফগানিস্তানে মার্কিন সেনাদের সবচেয়ে বড় ঘাঁটি।

আফগানিস্তানের গণমাধ্যমের বরাতে জানা যায়, পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার বলেন, বাগরাম ঘাঁটির কাছে কোরিয়ার একটি হাসপাতালের গেইটে এ বোমা বিস্ফোরণ ঘটেছে। হাসপাতালটি বাগরাম ঘাঁটির একেবারেই লাগোয়া বলে তিনি উল্লেখ করেন।

শাহকার আরো জানান, এ পর্যন্ত পাঁচজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; আহতরা সবাই আফগান নাগরিক বলেও তিনি নিশ্চিত করেন।

বোমা বিস্ফোরণের পর ৩০ মিনিট সেখানে হামলাকারী ও বিদেশি সেনাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। হামলাকারীরা ওই ঘাঁটির ভেতরে ঢুকতে চেয়েছিল বলে তিনি জানান। বোমা বিস্ফোরণের দায়িত্ব কেউ এখনো স্বীকার করেনি।

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিবৃতিতে জানানো হয়েছে, বিস্ফোরণে আমেরিকা বা ন্যাটো জোটের কোনো সেনা হতাহত হয়নি এবং দ্রুত হামলা প্রতিহত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ