শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আফ্রিকার নাইজারের সেনা ক্যাম্পে হামলায় ৭০ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার রাষ্ট্র নাইজারের সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় প্রায় ৭০ সেনা নিহত হয়েছেন।

আল জাজিরা জানায়, গতকাল বুধবার রাতে হঠাৎ এ আক্রমণ চালায় সেনা শিবিরে। নিরাপত্তাবাহিনীর সূত্রে এক রিপোর্টে বলা হয়েছে, হামলাকারীরা মোটরবাইক নিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে এসেছিল, তারা ক্যাম্পটিতে হামলা চালিয়ে সেনাক্যাম্পটিকে ঘিরে ফেলে।

রিপোর্টে আরো বলা হয়, সেনাক্যাম্পের গোলাবারুদ ও জ্বালানী থেকে বিস্ফোরণের কারণে নিহতের সংখ্যা বেড়ে গেছে। ৭০ সেনা নিহত হলেও আহত হয়েছেন আরো প্রায় ৫০ জনের মত। হামলাকারীরা শেলিং এবং মর্টার দিয়ে সেনা শিবিরে বোমা ছুঁড়েছিল বলে জানা গেছে।

এ ট্র্যাজেডির কারণে রাষ্ট্রপতি মাহমুদৌ ইসুফু মিশরে তার সফরকে সংক্ষিপ্ত করেন। তিনি মিশরে আফ্রিকার স্থায়ী শান্তি, সুরক্ষা এবং উন্নয়নের বিষয়ে একটি সম্মেলনে অন্যান্য নেতাদের সাথে যোগ দিতে গিয়েছিলেন বলে প্রেসিডেন্টের কার্যালয়ের টুইটারে প্রকাশিত খবরে জানা যায়।

জানা যায়, এর আগে সোমবারে পশ্চিম তাহোয়া অঞ্চলে একটি সেনা পোস্টে হামলায় তিন নাইজার সেনা ও ১৪ সন্ত্রাসী নিহত হয়েছিল। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়।

আল জাজিরা অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ