শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


খালেদার মেডিকেল প্রতিবেদন ভুয়া: আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনটিকে ভুয়া বলে মন্তব্য করেছেন তার আইনজীবী জয়নুল আবেদীন।

আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবেদীন আরো বলেন, বেগম জিয়া কারাগারে সম্পূর্ণ সুস্থ অবস্থায় গিয়েছিলেন। অথচ তিনি আজ পঙ্গু হওয়ার পথে। হাত-পা নাড়াতে পারছেন না। চিকিৎসার এতো ভয়াবহ অবস্থা যে, দিনকে দিন তিনি পঙ্গু হয়ে যাচ্ছেন। আর ৬ থেকে ৮ মাস পর হয়তো তিনি লাশ হয়ে বের হবেন।

সকাল ১০টায় রেজিস্টার জেনারেল আলী আকবর বিএসএমএমইউয়ের প্রতিবেদন আদালতে জমা দেন। তারপর ১০টা ২০ মিনিট থেকে জামিন আবেদন শুনানি শুরু হয়।

আদালতে এ প্রতিবেদনের ওপর শুনানি করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর শুনানি করবেন খালেদা জিয়ার আইনজীবীরা।

মেডিকেল প্রতিবেদনে উল্লেখ আছে, রাজি না হওয়ায় বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। তবে তার ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে বলেও বলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ