শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রাজ্যসভায় মুসলিমবিরোধী বিল পাসের পর যা বললেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভার পর ভারতের রাজ্যসভায়ও পাস হলো মুসলিমবিরোধী বিল নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। বিল পাসের ঘটনাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটার বার্তায় মোদি বলেন, ‘ভারত এবং আমাদের জাতির সহনশীল আদর্শ ও ভ্রাতৃত্ববোধের জন্য যুগান্তকারী দিন।’

রাজ্যসভায় বিলটি পাস হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বিলটি পাস করতে যেসব এমপি ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মোদি।

তিনি বলেন, ‘এই বিলের মাধ্যমে দীর্ঘ বছর ধরে নিপীড়িত হয়ে আসা মানুষের দুর্দশা লাঘব হবে।’

বুধবার রাতে রাজ্যসভায় ভোটাভুটিতে ১২৫টি ভোট পড়েছে বিলের পক্ষে। বিপক্ষে ভোট ১০৫টি। এখন রাষ্ট্রপতি সই করলেই এই বিল আইনে পরিণত হবে।

আরএম/

 


সম্পর্কিত খবর